Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে নবান্ন পিঠা উৎসব- ১৪২৫ পালিত

বিডিমর্নিং : মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview


জীবননগরে নবান্ন পিঠা উৎসব- ১৪২৫ উপলক্ষে র‌্যালি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে,নবান্ন উৎসব ১৪২৫ ও পিঠা মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবিরসহ উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি আব্দুস সালেক, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পিঠা মেলায় গিয়ে শেষ হয়। উপজেলা মহিলা অধিদফতর ও প্রতাপপুর আইপিএম ক্লাবের মহিলা সদস্যবৃন্দ নবান্নের হরেক রকমের বাহারি পিঠার সমাহার ঘটায় পিঠা মেলায়। এসময় অনুষ্ঠানের অতিথিগন  পিঠা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন 

Bootstrap Image Preview