Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরিকদেরকে ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:১৬ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:১৬ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ তার সাথে নির্বাচনে শরিক দলগুলোকে ৬৫ থেকে ৭০টি আসনে ছাড় দিতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ধানমন্ডির দলীয় অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

'আপনারা জোটগত নির্বাচন করছেন, সে ক্ষেত্রে শরিকদের কতগুলো আসনে ছাড় দিচ্ছেন' এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা আনুমানিক একটি হিসেব করেছি। তাতে ৬৫ থেকে ৭০টি আসন শরিকদলগুলোকে দেয়া হবে।

তিনি বলেন, অনেকেই নির্বাচন করতে চাচ্ছেন। আর চাইলেই তো হবে না। কারণ সব দিক চিন্তা করতে হবে। সে নির্বাচিত হতে পারবে কিনা সেটাও ভাবতে হবে।

বিএনপি আবার জ্বালাও-পোড়াও শুরু করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিএনপির পুরোনো স্বভাব। তারা এ থেকে কিভাবে বেরিয়ে আসবে। তাদের এসব অন্যায় কর্মকাণ্ডের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

Bootstrap Image Preview