Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩ সদস্যের টেস্ট স্কোয়াডে আসছে ৪টি পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:১১ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে। এই সিরিজকে সামনে রেখে দুই দফায় বাংলাদেশে আসছে ওয়েষ্ট ইন্ডিজ সফর। বুধাবারের ১২ জনের পর আজ বৃহস্পতিবার আসছে দলের বাকি সদস্য।

দুই এক দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষনা করতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চলমান মিরপুর টেস্টের দলে চারটি পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড দেওয়া হবে।

এদিকে ইনজুরি থেকে ফিরে বুধবার প্রথম বারের মতো ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান। প্রথম দিনে তিনি স্পিন বোলিংয়ে ব্যাটিং অনুশীলন করেন। পরে আস্তে আস্তে পেস বোলিংয়ে ব্যাটিং করবেন। এদিন ব্যাটিং শেষে হাতে ব্যাথা অনুভব না করার কথা জানিয়েছিলেন তিনি।

এদিকে ২২ নভম্বর থেকে শুরু হওয়ার প্রথম টেস্টে সাকিবের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক। তবে দ্বিতীয় টেস্টের আগে সাকিব পুরোপুরি ফিট হয়ে উঠলে  দ্বিতীয় টেস্টের দলে তিনি বিবেচনায় থাকবেন বলে জানিয়েছেন নির্বাচকরা।

Bootstrap Image Preview