Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিরিজ বাঁচাতে টাইগারদের ৬ উইকেট প্রয়োজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


মিরপুর টেস্টের শেষ দিনের খেলা চলছে টাইগারদের দেওয়া ৪৪৩ রানের লক্ষে এখন ব্যাটিং করছে জিম্বাবুয়ে। জয়ের জন্য তাদের আর ২৮২ রান দরকার।অন্যদিকে সিরিজ বাঁচানোর জন্য টাইগারদের প্রয়োজন ৬ উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৬১ রান।

উইলিয়ামসের  উইকেট ভাঙলেন মোস্তাফিজঃ চতুর্থ দিনের ৭৬ রান ও ৮ উইকেট নিয়ে  পঞ্চম দিনে ব্যাটিং করতে নামেন উইলিয়ামস ও টেইলর। কিন্তু সকালের শুরুটা ভালো করতে পারলেন না উইলিয়ামস মোস্তাফিজের বলে বোল্ড আউট হয়ে ফিরে সান সাজ ঘরে। উইকেট পাবার পর কাটার মাস্টার একটু শান্তি পেয়েছেন । কারণ এই ম্যাচে এটি তার প্রথম উইকেট।

সিকান্দারকে দ্রুত ফেরালেন তাইজুলঃ সকালের শুরুতে উইলিয়ামসের বিদায়ের পর চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩উইকেট হারিয়ে তখন তাদের দলীয় রান ৯৯। এমন সময় টেইলরের সংগ দিতে সাথে  সিকান্দার রাজা। প্রথম ইনিংসের সেঞ্চুরি করা টেইলর তখন সিকান্দারকে নিয়ে সতর্কতার সাথে ব্যাট চালাতে থাকেন। কিন্তু সদ্য উইকেটে নামা রাজা তাইজুলের বলের সামনে বেশিক্ষন দাড়াতে পারলেন না। তাইজুলের বলে তাইজুলের হাতেই তুলে দিলেন ক্যাচ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লা্হ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম,  খালিদ আহম্মেদ, মোস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview