Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview


মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে গ্রুপ পর্বে অন্য দুই ম্যাচও হারায় বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় শুরু ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্যটা নাগালের ভেতরেই রেখেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ শেষ বলে অলআউট হয় ৭২ রানেই।

এদিন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে চাপে রাখে সালমারা। ৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৩ উইকেটে মাত্র ৩০ রান। এখানে থেকে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং স্কোর এন দেন শাশিকালা সিরিবর্ধনে। তার ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন সিরিবর্ধনে। দিলানা মানোদারা ১৬ ও অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ১২ রান।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পান জাহানারা আলম। এ ছাড়া একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।

৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। তিন জন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। এ ছাড়া সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে।শ্রীলঙ্কার হয়ে জয়ঘনি নেন তিন উইকেট। দুই উইকেট পান শ্রীবর্ধন।

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে আরও একটি। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

Bootstrap Image Preview