Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক দিনে টাইগারদের টার্গেট ৮ উইকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে  সিরিজের শেষ  টেস্টে জয়ের জন্য  ৪৪৩ রানের টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়েকে ফলো-অন না করিয়ে ম্যাচের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-এ নেমে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি ও মোহাম্মদ মিথুনের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

টাইগারদের দেওয়া এই ৪৪৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য টাইগারদের ৮ উইকেট প্রয়োজন । অন্যদিকে জিম্বাবুয়ের দরকার ৩৬৭ রান। এই সমীকরনে আগামীকাল শেষ দিনের খেলায় কি হয় সেটাই দেখার বিষয়।

চতুর্থ দিন শেষে টাইগারদের হয়ে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম(১) ও মেহেদী মিরাজ (১)। 

Bootstrap Image Preview