Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে মাহমুদউল্লাহর সাথে সিজদা দিলেন মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:৩৪ PM আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


সবার চোখ তখন মাঠের দিকে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান পিছিয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গ্যালারিতে থম থমে পরিবেশ কি হতে পারে? মাহমুদউল্লাহ কি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাবেন?ঠিক এমন সময় দারুণ এক কাভার শর্ট খেলে 
সেঞ্চুরিটা নিজের করে নেন মাহমুদউল্লাহ। 

সেঞ্চুরির এই আনন্দটা মাঠের মধ্যে সিজদা দিয়েই করলেন এই টেস্ট ক্যাপ্টেন। ঠিক সেই সময় ঘটে গেল এক মজার ঘটনা। মাহমুদউল্লাহ যখন সিজদা দিচ্ছিলেন তখন অপর প্রান্তে ব্যাটিংয়ে থাকা মেহেদী হাসান মিরাজ দৌড়িয়ে এসে সিজদা দিতে শুরু করলেন। কিন্তু সে কি? মিরাজ কেন সিজদা দিচ্ছেন? সবাই তো মিরাজের এই কাণ্ড দেখে হতোবাগ!গ্যালারিতে থাকা , প্রেস বক্সে থাকা সবাই উচ্চস্বরে হাসতে শুরু করলেন। বলতে থাকলেন এ কি করছেন মিরাজ? 

মিরাজ যে দলের সবার কাছে অনেক পছন্দের পাত্র সেটা কারও অজানা নয়। মুশফিক নিজেও সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন মিরাজের সাথে তিনি অনেক মজা করেন।

ম্যাচ শেষে মিরাজ নিজেই জানালেন সেই কথা কেন সিজদা দিয়ে ছিলেন,আমাদের ব্যাটসম্যানরা অনেক দিন ধরেই কিš‘ রান করতে পারছিল না। এই ম্যাচটায় কিš‘ আমাদের অনেক প্রাপ্তি ছিল। মুশফিক ভাই  ডাবল করল, মুমিনুল ভাই দেড়শ করল। রিয়াদ ভাই সেঞ্চুরি,মিথুন ভাই পঞ্চাশ করল, আমিও করলাম একটা পঞ্চাশ। মানে আমার খুব ভালো লাগছে যে ব্যাটসম্যানরা রানে ফিরেছে।ব্যাটসম্যানরা ডমিনেট করেছে। এটা কিš‘ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা যদি ডমিনেট করে তাহলে দল কিš‘ ভালো খেলে।  এই খুশিতেই আসলে সিজদাহ দেওয়া। আসলে খুব ভালো লাগছে। সবার অনুভূতি কাজ করেছিল। নিজের অনুভূতি ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাইয়ের সঙ্গে সিজদাহ করেছি।

Bootstrap Image Preview