Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদ নির্বাচনে মাশরাফি, ফেসবুকে ভক্তদের প্রতিক্রিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০১:০৯ PM আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি নিজ এলাকা নড়াইল-২ আসনে নির্বাচন করবেন বলে জানা গেছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আরও ১৫ জন মনোনয়নপত্র কিনেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জড়িত থাকা অবস্থায় মাশরাফির রাজনীতিতে জড়ানোকে ভক্ত ও অনুরাগিদের কেউ কেউ সুনজরে দেখছে না। তবে সেই সংখ্যাটার চাইতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় শুভকামনা ও অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তা লেকেদের সংখ্যাটা ঢের বেশি। 

ফেসবুকে মাহামুদুল হাসান নামের একজন মন্তব্য করেছেন, ‘এত দিনে নড়াইলবাসী একজন সত্যিকারের সেবক পেতে যাচ্ছে। নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। দেশের স্বার্থে ও নড়াইলের উন্নয়নের স্বার্থে মাশরাফির মতো ভালো মানুষদের রাজনীতিতে আসা প্রয়োজন।’

মুনির আহমেদ লিখেছেন, ‘মাশরাফিকে দিয়ে নড়াইলের নির্বাচনী বিরোধ নিষ্পত্তি হলো। ...নড়াইলবাসীর চাওয়া নড়াইলের উন্নয়ন।এ কাজ মাশরাফির থেকে ভালো করবেন, এমন নেতা নড়াইলে নেই।’

‘তাঁর মতো সৎ ও নির্লোভ ব্যক্তিরা রাজনীতিতে এলে রাজনীতির রং বদলে যাবে’, বলে মন্তব্য করেছেন মুকিত হোসেন। একই ধরনের মন্তব্যে মিলন শেখ বলেছেন, ‘মাশরাফি ক্রিকেটের মতো বাংলাদেশের রাজনীতিতে ভালো সংস্কৃতি উপহার দেবেন।’ সনেট ফরহাদ নামের একজন লিখেছেন, ‘নড়াইল-২ সংসদীয় আসনটি আজ জাতীয়ভাবে আলোচিত। অবহেলিত জনপদের পাঞ্জেরী তোমাকে স্বাগতম, অভিবাদন।’

সিঙ্গাপুরপ্রবাসী লোহাগড়ার সজল সাহা লিখেছেন, ‘আমরা নড়াইলবাসী ভাগ্যবান যে মাশরাফির মতো লোক আমাদের জনপ্রতিনিধি হবেন।’

আর মোস্তাফিজুল হক মন্তব্য করেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতব এবং বিশ্বকাপ ক্রিকেটেও জিতব ইনশা আল্লাহ। মাশরাফির জন্য শুভ কামনা।’

তবে মাশরাফির নির্বাচনে নামার বিরোধিতা করেও কিছু মন্তব্য দেখা গেছে। প্রোফাইল ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে সালাউদ্দিন হাসান মন্তব্য করেছেন, ‘মাশরাফির উচিত ছিল ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসা।’

এ ধরনের মন্তব্যের কড়া জবাব দিয়ে অনেকের মতো হাসান মাহমুদ লিখেছেন, ‘মানলাম সে রাজনীতিতে গিয়ে ভক্তদের মনে আঘাত দিয়েছে। কিন্তু আর দশজন যখন ১০০ টাকার বাজেট পেয়ে ১০ টাকার উন্নয়ন দেখিয়ে বাকি ৯০ টাকা নিজের পকেটে ঢোকায়, তখন দেশের জন্য এ রকম কয়েকটা মানুষই খুব দরকার হয়ে পড়ে।’

শুধু নড়াইলবাসীই নন, ফেসবুকে মাশরাফিকে নিয়ে দেশের নানা অঞ্চলের মানুষও সরব। এমন একজন ফরিদপুরের আজমুল আজিজ লিখেছেন, ‘খুব ইচ্ছা করছে, ফরিদপুর-১ থেকে ভোটটা নড়াইল-২–এ স্থানান্তর করি। মাশরাফিকে ভোট দিতে পারবেন সৌভাগ্যবান নড়াইলবাসী।’

নির্বাচনে প্রার্থী হওয়ার পর মাশরাফির বাবা গোলাম মুর্তজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রার্থী হয়েছেন মাশরাফি। এ দায়িত্ব মাশরাফি ভালোভাবে পালন করতে পারবে বলে প্রধানমন্ত্রীর মতো আমিও বিশ্বাস করি।

নড়াইল সদরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এখানে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ১৫৮।

Bootstrap Image Preview