Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, জানুয়ারী ২০১৯ | ৯ মাঘ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আইপিএল খেলবে না ভারতের যে সব তারকা খেলোয়াড়রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)খেলা কোথায় হবে সেটি এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।ভারতের লোকসভা নির্বাচনের কারনে দেশের বাহিরেও হতে পারে আইপিএল।শুধুই কি তাই।আইপিএল শেষ হওয়ার দিন দশের মধ্যের শুরু হবে বিশ্বকাপ খেলা।আর এই বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে বিসিসিআই সহ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির।তাই বিশ্বকাপের কথা ভেবে ভারত অধিনায়ক বিরাট চান আইপিএলে যেন জাতীয় দলের পেসারদের বিশ্রাম দেওয়া হয়।

ভারতীয় দল পরিচালন সমিতি চাইছে ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরার মতো পেসাররা যেন আইপিএলে দেড় মাসের ধকলের পর বিশ্বকাপে খেলতে না যান। যে ফাস্ট বোলাররা বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন, তাঁরা যেন পুরো বিশ্রাম পান, ফিট থাকেন, এটাই চাওয়া হচ্ছে। টিম ইন্ডিয়া পাশাপাশি এটাও বলেছে যে, যতজন ক্রিকেটার এর ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।

পেসারদের বিশ্বকাপের জন্য আইপিএলে বিশ্রাম দিতে বললেও ব্যাটসম্যানদের জন্য কোনও বিধিনিষেধের কথা বলা হয়নি। কোহালি, রোহিত ও রাহানে তিন জনেই ব্যাটসম্যান। আইপিএলের গত মরসুমে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন এই ত্রয়ী। ঘটনা হল, ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে পুরোটাই খেললেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ৩০ এপ্রিলের পর খেলবেন না। তাঁরা ফিরে যাবেন বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের জন্য। ভারতীয় দলের প্রস্তুতি শিবির আবার হবে কিনা, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা।

Bootstrap Image Preview