Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০১৯ | ৫ বৈশাখ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

১ ওভারে ৪৩ রান, বাংলাদেশি পেসারের মুখে হাসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৫:২৩ PM আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview


এক ওভার ছয় বল।ছয় বলের রানসংখ্যাটা এমন ৪, ৬‍+নো বল, ৬‍+নো বল, ৬, ১, ৬, ৬ ,৬। অর্থাৎ এক ওভারে ৪৩ রান। এমন রানের ফিগার দেখে যেকারো চোখ কপালে উঠতে পারে।তবে চোখ কপালে উঠানোর দরকার নেই ঘটনা সত্য।নিউজিল্যান্ডের লিস্ট-এ ক্রিকেটে এমন বেধড়ক মার খেয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পেসবোলার লুডিক। লিস্ট-এ ক্রিকেটে এটি এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

হ্যামিল্টনে আজ নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মুখোমুখি হয়েছিল নর্দান ডিস্ট্রিক্টস। এই ম্যাচে লুডিক দশ ওভার বল করে ১ উইকেট নিয়ে  দিয়েছেন ৮৫ রান যার মধ্যে শেষ ওভারে তাঁর রানের ছিলো ৪৩।

লুডিকের এই বোলিং কাণ্ড দেখে বাংলাদেশি পেসার আলাউদ্দদিন বাবু  হয়তো একটু শান্তি পাবেন। কারণ পাঁচ বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে জিম্বাবুয়ের খেলোয়াড় এলটন চিগুম্বুরা তাঁর বলে ৩৯ রান নিয়েছিলেন যা এতো দিন লিস্ট –এ ক্রিকেটে সর্বোচ্চ রান ছিলো। আজ সেই রানের রেকর্ডটি আর থাকলো না। তবে দ্বিতীয় বোলার হিসাব করতে গেলে আলাউদ্দিন বাবুর নামটাই আসবে কিন্তু।

 

Bootstrap Image Preview