Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ালটন ৩২তম জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিডিমর্নিং : স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩ থেকে ৯ নভেম্বর ২০১৮ পর্যন্ত আয়োজিত “ওয়ালটন ৩২তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৮” শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বিকাল সাড়ে ৩ টায় রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, সহ-সভাপতি নেয়াজ আহমেদসহ কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতার মূলপর্বে স্বাগতিক বাংলাদেশসহ আমেরিকা, চায়না, চাইনিজ তাইপে, জার্মানী, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কা থেকে ৩২জন বালক ও ৩২ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। বাছাই পর্বে ১৩ জন বালক ও ৬ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে এবং ৪ জন বালক ও ৪ জন বালিকা খেলোয়াড় মূলপর্বে উন্নীত হয়েছিল। বাছাইপর্ব ও মূলপর্বসহ মোট ৪১ জন বালক ও ৩৪ জন বালিকা সর্বমোট ৭৫ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার নক-আউট পদ্ধতির খেলায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত মোট ৪টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৮ টা হতে এককের খেলা এবং অপরাহ্নে দ্বৈতের খেলা অনুষ্ঠিত হবে। বালক এককে টপসিড খেলোয়াড় ভারতের জাভেরী আরিয়ান [৫২৩] ও দ্বিতীয় সীড চায়নার লি ওয়েনমাও [৭৭১] এবং বালিকা এককে টপসিড আমেরিকার অনন্যা কথকথা [১০৪৩] ও দ্বিতীয় সিড চায়নার জো জিয়াওইয়ান [১১৫৪]। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের ২২ জন বালক ও ৬ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে।

প্রতিদিন সকাল ৯ টা হতে এককের খেলা সমূহ এবং অপরাহ্নে দ্বৈতের আকর্ষণীয় খেলা সমূহ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview