Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১ বছর পর এল ক্লাসিকোতে নেই মেসি-রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৩:১৯ PM আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৩:১৯ PM

bdmorning Image Preview


আগামী রবিবার বহু প্রতীক্ষিত 'এল ক্লাসিকো'। সারা বছর এই হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফ্যানেরা। শুধু এই দুই ক্লাবের সমর্থকরাই নন, আপামোর ফুটবল বিশ্বের চোখ থাকে স্প্যানিশ ফুটবলের চিরাচরিত ডার্বির দিকে। কিন্তু এবারের ক্লাসিকোতে আগাম উত্তেজনার বদলে বিষাদের সুর। প্রায় এক দশক পর রিয়াল-বার্সা মুখোমুখি হবে অথচ ন্যু ক্যাম্পে নামবেন না এই গ্রহের শ্রেষ্ঠ দুই তারকা। লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই হবে ক্লাসিকো।

রোনালদো এই মৌসুমেই স্পেন ছেডে পাড়ি জমিয়েছেন ইতালিতে। রিয়ালের সঙ্গে ন'বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।অন্যদিকে গত শনিবার সেভিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয়ের রাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেসি। ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার আর্জেন্টাইন রাজপুত্রকে। ফলে ক্লাসিকোতে নামার কোনও প্রশ্নই উঠছে না।

২০০৭ সালে শেষবার মেসি-রোনালদোকে ছাড়া হয়েছিল ক্লাসিকো। শেষ ১১ বছরে এই মহারণের মুখ হয়ে উঠেছিলেন সিআর সেভেন ও এলএম টেন। সেসময় রোনালদো খেলছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। অন্যদিকে থাইয়ের পেশিতে চোট পেয়ে মাঠে নামা হয়নি মেসির। বার্সার জার্সিতে ১৪ বছর কাটিয়ে ফেলেছেন মেসি। মাত্র দু'টো ম্যাচ খেলেননি তিনি। এই দু'টি ম্যাচেই বার্সা জেতেনি।

ক্লাসিকোর ইতিহাসে মেসিই সর্বোচ্চ গোলদাতা। তাঁর ঝুলিতে রয়েছে ২৬টি গোল। রিয়াল মাদ্রিদের দুই প্রাক্তন মহারথী আলফ্রেডো দি স্টেফানো ও রোনালদোর রয়েছে ১৮টি করে গোল। এল-ক্লাসিকোর বরাবরই একটা আলাদা মাহত্ম্য রয়েছে। কিন্তু এই প্রথমবার কোথাও যেন সেই আগাম উত্তেজনা নেই। রোনালদো-জিদানকে ছাড়া রিয়াল এখনও মানিয়ে নিতে পারেনি। তাঁদের অভাব মাঠে ও মাঠের বাইরে দিনের আলোর মতো পরিস্কার। শেষ চার ম্যাচের তিনটি হার ও একটি ম্যাচে ড্র করেছে রিয়াল। অন্যদিকে বার্সা এ মরসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে।

Bootstrap Image Preview