Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য বেঁচে গেলেন সরফরাজ আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:২৭ PM আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:২৭ PM

bdmorning Image Preview


আবারো ক্রিকেট মাঠে অঘটন। কিন্তু এই যাত্রাই বেঁচে গেলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ৷।অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা৷ পিটর সিডলের ঘাতক বাউন্সার হেলমেটে এসে লাগলে মাথায় চোট পান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ৷

সেসময় ৩২ রানে ক্রিজে ছিলেন সরফরাজ৷ তৃতীয় দিনে ৮৯তম ওভারে সিডলের বাউন্সার ডাক করতে গিয়ে বিপদ ডেকে আনেন পাক অধিনায়ক৷ বল এসে হেলমেটে আঘাত করে৷ পরে অবশ্য ব্যাট হাতে স্কোরবোর্ড সচল রাখেন সরফরাজ৷  আউট হন ৮১ রানে৷ এরপর চতুর্থ দিন মাঠে ফিল্ডিং করেননি সরফরাজ৷ তাঁর পরিবর্তে উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান৷ দলকে নেতৃত্ব দেন আসাদ সাফিক৷

পাকিস্তান দলের সূত্রে জানা গিয়েছে ম্যাচের চতুর্থ দিনের সকালে উঠে মাথায় ব্যথা অনুভব করাতেই তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Bootstrap Image Preview