Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য কত জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview


আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।আসন্ন এই সিরিজের খেলা দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে সর্বোচ্চ ১০০ টাকা ও সর্বনিন্ম ১০০ টাকা।আগামী ২০ তারিখ থেকে এই টিকিট সংগ্রহ করতে পারবেন টাইগার ক্রিকেটপ্রেমীরা।  
ওয়ানডে টিকিটের মূল্যঃগ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা , ভিআইপি ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্ট স্ট্যান্ড ১০০ টাকা।
টেস্ট টিকিটের মূল্যঃ গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি ২০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন স্ট্যান্ড ৮০ টাকা ও ইস্ট স্ট্যান্ড ৫০ টাকা।
টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।
চট্টগ্রামের এম এ আজিজ ও জহুর আহমেদ স্টেডিয়ামের টিকিট কাউন্টারের এই টিকিট পাওয়া যাবে। একই সাথে ২ নভেম্বর সিলেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারে প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে।
আগামী ২১ অক্টোবর মিরপুরে  শুরুবে হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি দুই ওয়ানডে চট্টগ্রামে হবে ২৪ ও ২৬ অক্টোবর। এরপর নতুন ভেন্যু সিলেটে প্রথম টেস্ট শুরু ৩ নভেম্বর এবং ১১ নভেম্বর থেকে শেষ টেস্ট হবে ঢাকায়।
 

Bootstrap Image Preview