Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব ধরনের টি-টোয়েন্টি লিগের বিপক্ষে আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)-এর অধীনে পায় প্রতিটি দেশই এখন এই টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে।শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে টি-১০' এবং '১০০ বলের ক্রিকেট'।এই সব লিগ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে সর্বোচ্চ আইসিসি। এবার এই ধরনের লিগের বিপক্ষে যেতে পারে আইসিসি।নিতে পারে কঠোর পদক্ষেপ।
আজ মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে আইসিসির বৈঠক। যেখানে আলোচনায় উঠে আসবে এই সব লিগ। আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জেফ অ্যালার্ডিস বলেছেন, 'আমাদের আলোচনার তালিকায় থাকবে এই ধরনের ক্রিকেট লিগ। এই সব লিগ নিয়ে কী ধরনের নিয়ম করা যায় সেটা আমরা ভেবে দেখব। পাশাপাশি, এই লিগে খেলার জন্য ক্রিকেটার ছাড়ার ব্যাপার নিয়েও আমরা আলোচনা করব।'
অ্যালার্ডিস আরও বলেছেন, 'এবার থেকে এই সব লিগের অনুমোদন পাওয়া অনেক কঠিন হবে। যে কেউ এসে একটা লিগ চালু করে দিল, ব্যাপারটা এমন হবে না। আমার মনে হয় এই ধরনের লিগের অনুমতি পাওয়া ভবিষ্যতে কঠিন হয়ে যাবে। এ বার থেকে এই সব প্রতিযোগিতার সংগঠকদের নিজের দেশের অনুমতির পাশাপাশি আইসিসির অনুমতিও লাগবে।'
উল্লেখ্য,এই ধরনের লিগ জুয়াড়িদের প্রধান লক্ষ্য বিভিন্ন দেশের অধিনায়ক । তাই মনে করা হচ্ছে, এই ধরনের ক্রিকেট লিগে ফিক্সিং করা অনেক সহজ কাজ।সেই কারনে এই সব লিগের বিপক্ষে যেতে পারে আইসিসি।

Bootstrap Image Preview