Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাশরাফি ও মুশফিকের নতুন মাইলফলক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩২ AM আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩২ AM

bdmorning Image Preview


সুপার  ফোরে দ্বিতীয় ম্যাচে অাফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। রোবরার তারা আফগাস্তিানকে শেষ ওভারে ৩ রানে হারিয়েছে। এই ম্যাচে ব্যাক্তিগত নতুন মাইলফলক স্বর্শ করেছেন মাশরাফি ও মুশফিকুর রহিম। 

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট শিকারির তালিকায় অনেক আগে নিজের দখলে নিয়েছিলেন মাশরাফির। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্বর্শ করলেন তিনি। 

আড়াইশো উইকেটের মাইলফলক থেকে ৫ উইকেট দূরে থেকে এশিয়া কাপের আসর শুরু করেন মাশরাফি। আসরের শুরুতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার উপল থারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট পেয়েছিলেন। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মাশরাফি পকেটে পুরেন মাহেন্দ্র সিং ধোনির উইকেট।

আড়াইশ উইকেটের মাইলফলকে পৌঁছতে আজ ২ উইকেট লাগত মাশরাফির। রবিবার নিজের তৃতীয় স্পেলে বোলিংয়ে এসে আসগন আফগান ও হাসমতউল্লাহ শাহিদীর উইকেট নেন। যা তাকে নতুন মাইলফলেক পৌঁছে দেয়। 

এদিকে মাশরাফির আগেই সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন ১৪ নম্বরে। সেরা দশের পর তার ওপরে রয়েছেন কপিল দেব (২৫৩), মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯) ও আব্দুর রাজ্জাক (২৬৯)।

এদিকে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্বর্শ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে মাঠে নামার আগে এ মাইল ফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৭ রান। এদিন অবশ্য বেশিদূর যেতে পারেননি মুশি। এদিন তার ব্যাট থেকে আসে ৩৩ রান।

পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে তিনি খেলেছেন ১৮৯ ম্যাচ। ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটিও এসেছে এবারের এশিয়া কাপেই, শ্রীলঙ্কার বিপক্ষে। রানের দিক থেকে তার উপরে আছেন কেবল দুই জন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। ১৮৩ ম্যাচে তার রান ৬ হাজার ৩০৭। এরপরেই আছেন সাকিব আল হাসান (৫,৪৮২)।

Bootstrap Image Preview