Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুস্তাফিজ একজন ম্যাজিশিয়ান: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ AM আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০২ AM

bdmorning Image Preview


শেষ ওভারে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে আফগানদের প্রয়োজনীয় ৮ রানের জায়গায় মুস্তাফিজ দিয়েছেন মাত্র ৪। যা মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে।

শেষ ওভারে সমীকরণ ছিল এমন। প্রথম বল থেকে এলো ২। সমীকরণ আরেকটু সহজ হলো আফগানদের জন্য। শেষ ৫ বলে প্রয়োজন ছিল ৬ রান। তখনই দেখা মুস্তাফিজ জাদুর। দারুণ এক স্লোয়ারে রশিদ খানকে ফিরিয়ে দিলেন বাঁহাতি এই পেসার। পরের তিন বল থেকে আফগানরা নিতে পারল কেবল ২ রান। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। মুস্তাফিজ সেই বলটি ডট খেলালেন সামিউল্লাহ সেনওয়ারিকে। স্নায়ু চাপ ধরে রেখে রোমাঞ্চকর লড়াইয়ে ৩ রানে জিতল বাংলাদেশ। দুই সংস্করণ মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর আফগানদের বিপক্ষে জিতল তারা।

মুস্তাফিজুর রহমানের জাদুকরী এই বোলিংয়ে শুধু জয়ই পায়নি বাংলাদেশ। সেই সাথে টিকেও থাকলো টুর্নামেন্টে। আর দুর্বোধ্য এই ওভারেই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল হঠাৎই জ্বলে ওঠা আফগানিস্তানকে।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত মাশরাফী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাটার মাস্টারকে ম্যাজিশিয়ান উল্লেখ করে মাশরাফী বলেছেন, ‘মুস্তাফিজ একজন ম্যাজিশিয়ান। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তে এসে আমরা ৮/৯ রান নিয়ে জন্য জিততে পারিনি। শেষ পর্যন্ত সে ম্যাচ ছেড়ে দেয়নি।’

দুর্দান্ত বাংলাদেশ শেষ পর্যন্তও হাল ছেড়ে দেয়নি। মাশরাফীর কথায়, ‘আমি আশা ছাড়িনি। শেষ তিনটা বল সাকিব দুর্দান্ত করেছে। এরপর মুস্তাফিজকে বলেছি ও যেন উইকেট তুলে নেওয়ার দিকেই মনোযোগ দেয়। কারণ, তাতে ওদের মিস করার সম্ভাবনা বাড়বে।’

Bootstrap Image Preview