Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ হারলেও সুযোগ থাকবে ফাইনাল খেলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩ AM আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে আপাতত জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ দল। তবে আজকের ম্যাচে হারলেও ফাইনালে খেলার সম্ভাবনা থেকেই যাচ্ছে বাংলাদেশে। তবে সেক্ষেত্রে অনেক সমীকরণের উপর নির্ভর করতে হবে মাশরাফিদের।

সুপার ফোরের চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত-বাংলাদেশ ম্যাচে ভারত ও আফগান-পাকিস্তান ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচে জিততেই হবে। কিন্তু যদি হেরে যায়? তখনও সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। ওই ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হেরে গেলে তবেই বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়ার দরজা কিছুটা খোলা থাকবে। তার জন্য অবশ্য পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে মাশরাফীদের।

এ্খানেই শেষ নয়। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত-আফগানিস্তানের ম্যাচের দিকেও। ওই ম্যাচে ভারত জিতলে রোহিত শর্মার দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর বাংলাদেশের মতো পাকিস্তান ও আফগানিস্তানেরও জয় থাকবে একটি করে। তখন চলে আসবে রান রেটের হিসেব। ফলে সুযোগ থাকছে বাংলাদেশর।

আর আজকের ম্যাচে যদি পাকিস্তান জেতে, তবে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। এবং পরের ম্যাচে পাকিস্তানকেও হারাতে হবে। তারপরই আসবে রানরেটের হিসাব। তাই আজকের ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি পাকিস্তানের পরাজয়ও নিশ্চয়ই চাইবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

Bootstrap Image Preview