Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, ফেব্রুয়ারি ২০১৯ | ৩ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অনিশ্চিত আইপিএল!

মোঃ মেজবা উদ্দীন মিলন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬ AM আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১২ তম আসর ঘরের মাঠে শুরু হতে যাওয়া নিয়ে জেগেছে সংশয়। আগামী বছর আইপিএল যে সময় শুরু হবে ঠিক সেই সময় ভারতের লোকসভা নির্বাচন হবে। আর এই লোকসভা ভোটের কারণেই আইপিএল-এর ভবিষ্যৎ অনিশ্চিত ভারতে সম্ভবত হবে না আইপিএল এমনটাই খবর জানা যাচ্ছে

সর্বভারতীয় প্রচারমাধ্যমে আইপিএল-এর চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছেন, বিসিসিআই আপাতত লোকসভা ভোটের তারিখ দিনক্ষণ জানার অপেক্ষায় তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে

তিনি জানিয়েছেন, ‘‘লোকসভার ভোটের সূচি যদি আইপিএল-এর সূচির সঙ্গে মিশে যায়, তাহলে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করতে হবে আপাতত লোকসভা ভোটের সূচির অপেক্ষায় রয়েছি আমরা’’

ভারতের বাইরে কোথায় হতে পারে টুর্নামেন্ট? শুক্ল বলেছেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করার অভিজ্ঞতা দারুণ ছিল সেই অপশন তো রয়েইছে আর একটা অপশন থাকছে দক্ষিণ আফ্রিকা তবে আগেই বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের সূচির কথা মাথায় রেখে’’

Bootstrap Image Preview