Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তামিম ও রুবেলকে ছাড়াই দুবাই গেলেন মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ PM আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৬ PM

bdmorning Image Preview


আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আজ রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাশরাফিরা। কিন্তু এই যাত্রাই ম্যাশদের সঙ্গী হতে পারেনি দলের ওপেনার তামিম ইকবাল ও পেস বোলার রুবেল হোসেন।জানা গিয়েছে ভিসা জটিলতার কারণে এই দুই ক্রিকেটার যেতে পারেনি।

তবে এই ভিসা জটিলতার জন্য তাদের বেশি দিন অপেক্ষা করা লাগবে না।আগামী দুই এক দিনের মধ্যেই তারা দুবাইতে দলের সাথে যোগ দিবেন।

আগে থেকেই জানা ছিল, স্ত্রী-কন্যাকে সঙ্গ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান দেশে ফিরবেন না সরাসরি গিয়ে দুবাইতে যোগ দেবেন দলের সঙ্গে

এদিকে জমকালো এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে  শ্রীলংকার বিপক্ষে  তামিমের না খেলার সম্ভাবনা । গত সপ্তাহে অনুশীলন করার সময় ডান হাতের আঙ্গুলে চোট পান তামিম।সেই চোট পুরোপুরি ভালো না হওয়ার প্রথম ম্যাচে তাকে একাদশে নাও দেখা যেতে পারে।

অন্যদিকে প্রথম থেকেই এশিয়া কাপে সাকিব আল হাসানের খেলা নিয়ে আশঙ্কা ছিল তার মধ্যেই এক এক করে ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল নাজমুল হাসান শান্ত শান্তকে নিয়ে বিসিবি কিছুটা আশাবাদি হলেও এখনো অনিশ্চিত  তামিমের খেলা

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দে হোসেন সৈকত, নাজমুল মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি

এশিয়া কাপের সূচি (সব খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়)

গ্রুপ পর্ব

১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)

১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং (দুবাই)

১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)

১৮ সেপ্টেম্বর- ভারত বনাম হংকং (দুবাই)

১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)

২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোর

২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ (দুবাই)

২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি)

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই)

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)

২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)

২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর (দুবাই)

Bootstrap Image Preview