Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোরা ফাতেহির সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন সালমান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২ AM আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২ AM

bdmorning Image Preview


জমজমাট আয়োজনে শেষ হলো এবারের বিগ বসের আসর। নিকি তম্বোলি, আলি গোনি, রাহুল বৈদ্য, রাখি সাওয়ান্তকে হারিয়ে সেরার শিরোপা জিতেছেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। রাত সাড়ে ১০টা নাগাদ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তবে সারাদিন ধরে অনুষ্ঠানের আয়োজকরা নানা রকম আয়োজনে দর্শককে আটকে রেখেছিলেন টিভির পর্দায়।

সন্ধ্যা থেকেই 'বিগ বস' এর ঘরে এক এক করে উপস্থিত হতে থাকেন তারকারা। নোরা ফাতেহিও ছিলেন তারকা অতিথিদের একজন। তার নাচে মুগ্ধ দর্শকরা। সঞ্চালক সালমান খানও নোরার সঙ্গে পা মেলান। পা বললে ভুল হবে, শরীর মেলালেন! বিখ্যাত ‘গারমি’ গানে ব্লেজার খুলে নোরার সঙ্গে বেশ ভালোই নেচেছেন বলিউডের ভাইজান।

তবে নোরা ফাতেহির বৈগ্রহিক নৃত্যভঙ্গি (আইকনিক স্টেপ) নকল করতে গিয়েই বিপদ ডাকলেন খোদ ‘সল্লু ভাই’। আচমকাই ছন্দপতন! শুয়ে শুয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়েছিলেন সালমান। কিন্তু টাল সামলাতে পারেননি তিনি। শেষে নোরা ফাতেহি নাচ থামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন।

Bootstrap Image Preview