Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৩ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রচণ্ড ব্যাথায় কুকুড়ে গেছেন কুদ্দুস বয়াতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৪ AM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৪ AM

bdmorning Image Preview


গ্রাম-বাংলার জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে, করোনা ভ্যাকসিন নিতে গিয়ে প্রচণ্ড ব্যাথায় কুকুড়ে গেছেন কুদ্দুস বয়াতি। তবে এই ছবিটিকে টিকা নেওয়ার ছবি না, মজা করে অভিনয় করেছেন বলে গণমাধ্যমকে জানান কুদ্দুস বয়াতি।

তিনি জানান, আমি টিকা নিছি। এখন গানের জগতে ফিরবো আমি। আমার খুব আনন্দ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তিনি সাধারণ মানুষকে বিনামূল্যে টিকা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রধানমন্ত্রী আমাদের দুখী মানুষদের দুঃখ বোঝে, আমি কৃতজ্ঞ- আপনারা একটু লেইখা দিবেন।

জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়ায় টিকা নেন কুদ্দুস বয়াতি। সেই টিকা কেন্দ্র থেকেই কুদ্দুস বয়াতির ওই তোলা ছবিটি ভাইরাল হয়ে যায়। একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছবিটি তুলেছেন, তিনি যে ছবিটি ফেসবুকে ছেড়ে দিবেন সেটা জানতেন না।

কুদ্দুস বয়াতি জানান, ভ্যাকসিন নেওয়ার সময় অভিনয় করতাছিলাম। ভ্যাকসিন আমার আগেই নেওয়া হইছিল। আমি একটুও ব্যথা পাই নাই। ভ্যাকসিন নিতে ব্যাথা নাই। বোঝাও যায় না। আমার যে ছবিটা ফেসবুকে ছাড়ছে শুনলাম, ওইটা কামটা ঠিক করে নাই।

Bootstrap Image Preview