Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৩ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাকিবের কাছে ফিরলেন বুবলী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৪ AM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৪ AM

bdmorning Image Preview


দীর্ঘ ১১ মাস পর প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা খবর চাউর হয়। তবে প্রকাশ্যে হাজির হয়ে চলচ্চিত্রে ব্যস্ত হওয়ার আভাস দিলেন বসগিরি ছবির নায়িকা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

এ সময় তেঁজগাওয়ের আরটিভির বেঙ্গল স্টুডিওতে শাকিবের সঙ্গে সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বুবলী বলেন, আমি আজ রাতে খুব খুশি। এতো বড় একটা মহামারির পর এতো সুন্দর আয়োজনের অংশীদার হতে পেরে খুব ভালো লাগছে।

প্রসঙ্গত, সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাকিব ও বুবলী। ওই সিনেমার কাজ খুব গোপনেই শেষ হয়। এরপর সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং-ডাবিং শেষ করে আড়ালে চলে যান বুবলী। দীর্ঘ ১১ মাস পর আবারও আড়ালে ভেঙে নতুন সিনেমায় শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন নায়িকা।

Bootstrap Image Preview