Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এখন আর তৈমুরকে দেখা যাবে না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০১:১৮ PM আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


জন্মের পর থেকেই সকলের নজর কেড়েছেন তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের একমাত্র পুত্র তৈমুর আলি খান। তাকে দেখা মাত্রই পাপারাজ্জিরা ফ্রেমে বন্দী করে। তৈমুরও খুশি মনে পোজ দেয়। তবে এখন আর তৈমুরকে দেখা যাবে না।

তৈমুরের ছবি না তোলার জন্য মিডিয়াকে অনুরোধ করেছেন এই দম্পতি। তারা চান না তৈমুরের জীবনে পাপারাজ্জির প্রভাব পরুক। সাইফ খান জানিয়ে দিয়েছেন, পাপারাজ্জিরা তৈমুরের পিছু নেক কিংবা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকুক, সেটা তিনি চান না।

আসছে ডিসেম্বরে তৈমুরের বয়স দুই বছর হবে। অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে বেড়ে উঠুক তৈমুর, তেমনটাই চান তার বাবা-মা। কিন্তু সম্প্রতি, ছবি তোলার পাশাপাশি তৈমুরের সঙ্গে কথাও বলা শুরু করেছেন পাপারাজ্জিরা। তৈমুরকে নাম ধরে ডেকে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তারা। বিষয়টি একদমই পছন্দ নয় সাইফ-কারিনার।

Bootstrap Image Preview