
বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন অসংখ্য তারকা। ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন পরিচালক রাজ চক্রবর্তী। এদিকে ভোটযুদ্ধে জিততে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে স্ত্রী শুভশ্রীকে সঙ্গে নিয়ে পুরীর মন্দিরে গিয়েছিলেন এই নির্মাতা।
রাজশ্রী দম্পতি যখন যেটা করেন তখনই সেটা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তাদের পুরী যাওয়ার কথাও প্রকাশ্যে এসেছে এই দম্পতির সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে। জগন্নাথ ধাম, পূজো দেয়া, সমুদ্র-সৈকত, দল বেঁধে হইচইয়ের ছবি ইনস্টাগ্রামে ফলাও করে শেয়ার করেছেন রাজ।
একইভাবে শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি বলছে, সকাল সকাল তারা গাড়িতে করে রওনা দেন। নির্দিষ্ট সময়ে পৌঁছে যান জগন্নাথ ধাম। বিধি মেনে পূজো দিয়েই সকলে হাজির হন জলের ধারে।
সূত্র- আনন্দবাজার
