Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আলিয়ার ছবিতে ঘরভর্তি করে রেখেছেন রণবীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০১:৩৮ PM আপডেট: ০১ মার্চ ২০২১, ০১:৩৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


দীর্ঘদিন ধরেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম চলছে। একটা সময় বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করলেও এখন তারা দুজনেই বেশ খোলামেলা। একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত আলিয়া ভাটেই থিতু হচ্ছেন তিনি।

বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও তোড়জোড় শুরু করে দিয়েছেন দুই তারকা। স্ত্রীকে নিয়ে থাকতে নতুন বাড়ি সাজিয়েছেন রণবীর কাপুর। সে বাড়ির দেয়াল জুড়ে শোভা পাচ্ছে হবু স্ত্রী আলিয়ার বহু ছবি। বলা চলে, আলিয়ার ছবিতে রণবীরের ঘরভর্তি।

তবে কাপুর পরিবারের জ্যেষ্ঠ সদস্য ঋষি কাপুরের মৃত্যুর এক বছর পূর্ণ না হলে বিয়ের পিঁড়িতে বসবেন না রণবীর। তাছাড়া ঋষি কাপুরের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কাপুর বাড়ির আরও এক সদস্য রণবীরের কাকা রাজীব কাপুরের মৃত্যু হয়।

এদিকে বর্তমানে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির শুটিং করছেন আলিয়া ভাট। পরিচালক সঞ্জয় লীলা বানশালীর এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে। ওই টিজার দেখেই আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ বলিউড।

Bootstrap Image Preview