Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনেত্রী তারিনের বাবার জীবনাশান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০২ PM আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০২ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান মারা গেছেন। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারিনের বাবা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় ৭ ফেব্রুয়ারি সিসিইউতে নেয়া হয়েছিল তাকে।

বাবার মৃত্যুর খবরে গণমাধ্যমকে তারিন বলেন, বাবার করোনা ছিল না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

তারিনের বাবা মো. শাহজাহান ছিলেন একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান। তারিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেকেই।

Bootstrap Image Preview