
 
												    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সংসার ভাঙার খবরে মুখর ছিলো চারপাশ। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, একসঙ্গে থাকছেন না তারা এমনই কথা কিছুদিন ধরে ছড়িয়ে পড়ে।
এছাড়া ‘জীবনে এখনও প্রকৃত প্রেম আসেনি’ এমন স্ট্যাটাস ফেসবুকে দেয়ায় জল্পনা-কল্পনা আরও গাঢ় হয়। বিষয়টি নিয়েও গণমাধ্যমে লেখা হয়।
তবে মাহি বলছেন ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টাপাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।‘
মাহি জানান, একটি ছবির শুটিংয়ে বর্তমানে কিশোরগঞ্জে আছেন তিনি। সিনেমার পাশাপাশি মাহি এখন তার ফ্যাশন হাউজ ‘ভারা’ নিয়ে ব্যস্ত সময় পার করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপুর বিয়ে হয়। বর্তমানে তারা সুখে সংসার করছেন।
