Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নায়িকার সঙ্গে মালাবদল করলেন ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


তামিল অভিনেত্রী আশ্রিতা শেঠির সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন ভারতীয় ক্রিকেটার মনীষ পাণ্ডে। গত সোমবার (২ ডিসেম্বর) মুম্বাইয়ে তাদের বিবাহ অনুষ্ঠান হয়।

বর মনীষ পাণ্ডে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজারস হায়দ্রাবাদ দলের হয়ে খেলেন। সম্প্রতি সুরাটে সৈয়দ মুসতাক আলি ট্রফির ফাইনালে তিনি কর্ণাটক দলের নেতৃত্ব দিয়ে তামিল নাড়ুর বিরুদ্ধে জয়লাভ করেন। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টিটোয়েন্টি স্কোয়াডের অংশ মনীষ পাণ্ডে।

নববধূ আশ্রিতা শেঠির রূপালি পর্দায় প্রথম সিনেমা ছিল ‘তেলিকেডা বল্লি’। ২০১৩ সালে তিনি কলিউডে পদার্পণ করেন সিদ্ধার্ধের সঙ্গে ‘উধায়াম এনএইচ৪’ সিনেমার মধ্য দিয়ে। এরপর তার অন্যান্য সিনেমার মধ্যে ‘ওরু কান্নিয়ুম মূনু কালবানিকালুম’ ও ‘ইন্দ্রজিত’ অন্যতম। আশ্রিতাকে আগামীতে দেখা যাবে তামিল ভাষার ‘নান থান শিবা’ সিনেমায়।

Bootstrap Image Preview