Bootstrap Image Preview
ঢাকা, ০৪ মঙ্গলবার, নভেম্বার ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শামীমের হাতের রগ জোড়া লাগাতে ৬৪টি সেলাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১১ PM আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১১ PM

bdmorning Image Preview


বাড়ির ওয়াস রুমের গ্লাস পরিস্কার করার সময় হঠাৎ গ্লাস ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছে জনপ্রিয় নাট্যভিনেতা ও নির্মাতা শামীম জামান। তার ডান হাতের কব্জির গুরুত্বপূর্ণ রগ পেশীনালি থেকে বিছিন্ন হয়ে গেছে।

জানা যায়, টানা চার ঘণ্টা অপারেশনে হাতের রগ জোড়া লাগাতে ৬৪টি সেলাই লেগেছে।

এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘হঠাৎ করে ওই ধোরালো গ্লাস ভেঙে আমার ডান হাতের উপর পড়ে। এ সময় আমার হাতের গুরুত্বপূর্ণ রগ পেশীনালি থেকে বিছিন্ন হয়ে যায়। এরপর অনবরত রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় ব্যক্তিগত গাড়ির ড্রাইভার না থাকলেও আমি নিজেই গাড়ি ড্রাইভিং করে রাজধানীর আয়েসা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হই। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক টানা চার ঘণ্টা হাতে অস্ত্রোপচার করে ৬৪টি সেলাই দেয় আমার হাতে। আপাতত ভাল আছি, তবে এখনো প্রচন্ড ব্যাথা অনুভব করছি।’

এ বিষয়ে চিকিৎসক জানান, ‘তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত। তবে বিশ্রামে থাকতে হবে। আপাতত এই হাতে ভারী কোন কাজ করতে পারবেন না।‘

Bootstrap Image Preview