
 
												    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে হাজির হবে অপুর ঝলক। নতুন উদ্যমে কাজ শুরু করেছেন নায়িকা।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতায় উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। চার দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তার এই সফর।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, ‘চার দিনব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এখানে আমার অভিনীত ‘রাজনীতি’ ছবিটি দর্শকরা উপভোগ করবেন। এ উৎসবের বাইরেও কলকাতায় নতুন একটি ছবিতে কাজ করার বিষয়ে মিটিং আছে। কাজ শেষ করে আগামী মঙ্গলবার দেশে ফিরবো।‘
এদিকে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখে সারা দেশে মুক্তি পাবে অপু-বাপ্পি জুটির এই সিনেমা।
