
 
												    হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আজ ঢাকায় আসছেন। ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে রোহিঙ্গাক্যাম্প পরিদর্শনের জন্য তার এই বাংলাদেশ সফর।
জানা যায়, এমিরেটসের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছার পর অ্যাঞ্জেলিনা জোলি সরাসরি কক্সবাজারে যাবেন। যদিও অ্যাঞ্জেলিনা জোলির এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি ইউএনএইচসিআরের ঢাকা অফিস।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন হলিউডের এই অভিনেত্রী। যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে আসার আগ্রহ জন্মায় তার।
সূত্র জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেই বাংলাদেশে আসবেন জোলি। তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট তারিখ প্রকাশ করছে না তারা। বাংলাদেশে পৌঁছানোর পরই বিষয়টি জানানো হবে। অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।
এর আগে ২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। তখন নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। এরপর ২০১৮ সালের অক্টোবরেও দ্বিতীয়বারের মতো বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর।
উল্লেখ্য, জোলির আগে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন। গত বছরের মে মাসে ইউনিসেফ এর শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন তিনি।
