
শ্রোতাহৃদয় মাত করতে একজন তারকাই যথেষ্ট। কিন্তু একই কাজে যখন দুই তারকার রসায়নের সংমিশ্রণ ঘটে তখন সেটি সকল বাঁধ ভেঙে দেয়ার ক্ষমতা রাখে। এমনটিই ঘটতে যাচ্ছে বিডিমর্নিং নিবেদিত হাবিব-পড়শীর আবাহনে। সবে শুরু, বিডিমর্নিং এমন আরো অনেক চমক নিয়ে হাজির হবে।
গানে কন্ঠ দেয়ার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবেও হাবিবের বেশ সুনাম রয়েছে। প্রথমবারের মতো হাবিবের প্রোডাকশনে গাইলেন পড়শী। হাবিবও এবারই প্রথম নিজের প্রোডাকশনে অন্য কারো গান করলেন। হাবিবের মতে, ‘আবাহন’ শিরোনামের গানটি পড়শীর পুরনো সকল গানকে ছাপিয়ে যাবে। এই গানে নতুন পড়শীর সূচনা হয়েছে।
বিডিমর্নিংকে ধন্যবাদ দিয়ে পড়শী জানিয়েছেন, ‘আমার নতুন গান আবাহন। এই গানে আমি ভিন্ন আঙ্গিকে ভোকাল দেয়ার চেষ্টা করেছি। আশা করি, গানটি আপনাদের ভালোবাসা জয় করবে। আমাদের সাথে থাকার জন্য বিডিমর্নিং পরিবারকে ধন্যবাদ।’
এ প্রসঙ্গে বিডিমর্নিং এর সিনিয়র সহকারী সম্পাদক শাহরিয়ার নিশান বলেন, 'যে কোন ভালো কাজে বিডিমর্নিং সবসময় পাশে থাকে। বাংলাদেশের মিডিয়ার উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি, সামনে বেশ কিছু ভালো কাজ উপহার দিতে পারবো।'
অন্যদিকে বিডিমর্নিং এর হেড অব মার্কেটিং ইসতিয়াক আহমেদ দূর্লভ বলেন, 'ডিজিটাল প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করতে বিডিমর্নিং ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। হাবিব-পড়শীর এই গানটি সংগীত প্রেমীদের মাঝে অনন্য মাত্রা যোগ করবে। মানুষ যেমন মানুষের সঙ্গে পারস্পরিক বন্ধনে আবদ্ধ হয়, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে মানুষের আত্মিক সংযোগ ঘটাতে কাজ করে যাবে বিডিমর্নিং।'
উল্লেখ্য, ‘আবাহন’ শিরোনামের গানটি হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। দেখে নিন 'আবাহন' ধামাকা-
