Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোশাক, মেকআপের জন্য ভেঙে গেলো অনুপ-জ্যাসলিনের ‘অসম’ প্রেম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview


শুরু হয়েছে ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস এর ১২তম মৌসুম। এবারের প্রতিযোগীদের মধ্যে একটি জুটি সকলের নজর কেড়েছে। তারা হলেন ৬৫ বছর বয়সী জনপ্রিয় ভজনশিল্পী অনুপ জালোটা ও তার প্রেমিকা ২৮ বছর বয়সী জ্যাসলিন মাথারু।

বিগ বস এর ঘরেই নিজেদের প্রেমের কথা প্রকাশ করেন অনুপ-জ্যাসলিন। শেষ পর্যন্ত এই ঘরের তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। প্রেমিকের জন্য সামান্য চ্যালেঞ্জ গ্রহণে অসম্মতি জানিয়েছিলেন জ্যাসলিন। আর সেই অভিমানে জুটি ভেঙে দিয়েছেন অনুপ।

জানা যায়, ১৫তম দিনের খেলায় অনুপ জালোটাকে অপহরণ করার কথা দীপিকা কাকর নামের অন্য এক প্রতিযোগীর। মুক্তিপণ হিসেবে জ্যাসলিনকে নিজের ভালো সব জামা-কাপড়ে আগুন দিতে হবে এবং মেকআপ সরঞ্জাম নষ্ট করে ফেলে দিতে হবে। কেটে ফেলতে হবে মাথার চুল।

অনুপ ভেবেছিলেন, তাঁকে মুক্ত করার জন্য জ্যাসলিন বিনা বাক্যব্যয়ে রাজি হয়ে যাবেন। কিন্তু জ্যাসলিন এ চ্যালেঞ্জ নিতে চাননি। অপারগতা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। শেষে তাঁদের জুটি ভেঙে দেন অনুপ।

Bootstrap Image Preview