Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসছে ‘নিশাত আনজুম এর  দ্বিতীয় অ্যালবাম “বয়কট”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ PM আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ PM

bdmorning Image Preview


আবারও শ্রোতাদের মাঝে নতুন অ্যালবাম নিয়ে আসছেন বাংলাদেশের প্রথম নারী মেটাল গিটারিস্ট নামে পরিচিত সংগীতশিল্পী নিশাত আনজুম। এবারের  নিশাত আনজুম নিয়ে এলেন ‘বয়কট’ নামের একটি নতুন একক অ্যালবাম।

৭ টি গান নিয়ে অ্যালবামটি সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে । এই অ্যালবামটি মূলত রেট্রো পপ ভিক্তিক। 

গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন নিশাত নিজেই। ইতোমধ্যে তার বয়কট অ্যালবামের “অদৃশ্য” গানটি ইউটিউব চ্যানেলে আছে।

নিশাত শ্রোতাদের কাছে “দ্যা মেটাল কুইন” নামে পরিচিত। নিশাতের প্রথম অ্যালবাম 'রাইজ' ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ পায়। তিনি ২০১৪ থেকে গিটার প্লে করেন এবং তার প্রিয় গায়ক মাইকল জ্যাকসন, মার্ক মর্টন, চেস্টার বেনিন্টন, মার্ক ট্রেমনটি দারা অনুপ্রাণিত হন। তিনি বলেন, “গিটার বাজানোর যাত্রার সূচনা টি আমার হয় “ল্যাম্ব অফ গড” ,”লিংকিং পার্ক”, “গ্রীন ডে”, “অল্টার ব্রিজ” ইত্যাদির গান দিয়ে। আমার এই যাত্রায় অনেক বাঁধার সম্মুখীন হতে হয় যেহেতু আমি একজন “সেলফ টোট গিটারিস্ট”।

নিশাত তার অনার্স করেছেন পরিবেশ বিজ্ঞান এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তিনি ইংল্যান্ড এর পয়েন্ট ব্ল্যাঙ্ক মিউজিক স্কুল থেকে “মিউজিক প্রোডাকশন এন্ড ভোকাল পারফরম্যান্স” থেকে গ্রাডুয়েশন করেন।

Bootstrap Image Preview