Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দর থেকে নায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০১:০১ PM আপডেট: ১৮ মার্চ ২০২৩, ০১:০১ PM

bdmorning Image Preview


ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর পুলিশ গ্রেপ্তার করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

শনিবার সকালে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

ওমরাহ পালন করে এদিনই দেশে ফিরেছিলেন এই চিত্রনায়িকা। সৌদি আরবে তার স্বামী রকিব সরকারও গিয়েছিলেন। তবে মাহি একাই দেশে ফেরেন।

গাজীপুরের বাসন এলাকার বাসিন্দা ব্যবসায়ী রকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য।

রকিবকে বিয়ে করার পর রাজনীতিতে আসা মাহিও রাজনীতিতে নেমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি।

মাহি ও রকিবের বিরুদ্ধে শুক্রবার গাজীপুর বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া।

মামলায় মাহি ও রাকিবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সেই মামলায় মাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইব্রাহিম।

তিনি বলেন, এই চিত্র তারকাকে গ্রেপ্তারের বিষয়ে পরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

পুলিশের ওই মামলার আগে শুক্রবার ভোরে গাজীপুরে রকিবের গাড়ির বিক্রয় কেন্দ্র সনিরাজ কার প্যালেসে ভাংচুর হয়েছিল।

ওই জমি নিয়ে রাকিবের সঙ্গে স্থানীয় আরেক পক্ষের বিরোধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পর ফেইসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন মাহি-রাকিব। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও আনেন তারা।

তখন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিত্র নায়িকা মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না।”

রাজশাহীর মেয়ে মাহির সিনেমায় অভিষেক ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।

এরপর এক দশকে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’, ‘লাইভ’ এর মতো বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমার নায়িকা হন তিনি।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে ব্যবসায়ী রাকিবকে বিয়ে করেন মাহি। এরপরই রাজনীতির পথে পা বাড়ান তিনি।

গত সেপ্টেম্বরে মাহি জানান যে তিনি মা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের অপেক্ষায় থাকার মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

Bootstrap Image Preview