নিজের থেকে বয়সে অনেকটাই ছোট মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ানোর প্রবণতা রয়েছে অনেক পুরুষের। কিন্তু তাঁদেরকেই এবার একহাত নিলেন মিয়া খালিফা। এই পুরুষদের রীতিমতো ‘যৌন শিকারি’-র তকমা দিয়ে বসলেন প্রাক্তন পর্ন তারকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে এই প্রবণতাকে তুলোধোনা করেছেন তিনি।ঠিক কী বলেছেন মিয়া খালিফা?
সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে পর্ন অভিনেত্রী বলেছেন, ১৮ বছর বয়সের মেয়েদের শরীর সম্পূর্ণভাবে পরিণত হয় না। বিশেষ করে তাদের যৌনাঙ্গের গঠন তখনও নাবালিকার মতো থাকে, এমনটাই মত অভিনেত্রীর। কেবল যৌনতার দিক দিয়ে নয়, তিনি মনে করেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণত বোধবুদ্ধিও এই পর্যায়ে তাদের থাকে না। সুতরাং এই বয়সের মেয়েদের সঙ্গে যেসব পুরুষেরা সম্পর্কে জড়ায়, তাদের যৌন শিকারি হিসেবেই চিহ্নিত করতে চান মিয়া খালিফা। তাঁর মতে, কমবয়সি মেয়েরা চট করে অভিযোগের আঙুল তুলতে পারবে না, এই ভরসা থেকেই ওই পুরুষেরা কমবয়সি সঙ্গিনী খোঁজে। অভিনেত্রী স্পষ্টই জানিয়েছেন, নিজের অল্পবয়সে ঘটে যাওয়া সম্পর্কের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছেন তিনি।
তা বলে কি অসমবয়সি সম্পর্কের ঘোর বিরোধী এই পর্ন তারকা? তা কিন্তু একেবারেই নয়। নিজের পোস্টে সে কথাও স্পষ্ট করে দিয়ে মিয়া খালিফা জানিয়েছেন, ১৮ বছরের জায়গায় মেয়েটির বয়স যদি ২৫ হয়, সেক্ষেত্রে তাঁর বলার কিছু নেই। কারণ ওই বয়সে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে, এবং শারীরিক গঠনও সম্পূর্ণতা পেয়েছে। সুতরাং ২৫ বছর বয়সি কোনও মেয়ে যদি তার চেয়ে ৩০ বছরের বড় কোনও পুরুষের সঙ্গেও সম্পর্কে জড়ায়, তবে সেই ঘটনাকে তার সচেতন সিদ্ধান্ত বলেই মর্যাদা দিতে চান মিয়া। কিন্তু কোনও টিনএজার মেয়ের ক্ষেত্রে এহেন ঘটনা ঘটার পিছনে পুরুষটির সুযোগ নেওয়ার প্রবণতাকেই দায়ী করেছেন প্রাক্তন পর্ন তারকা।