ভারতীয় কমেডি শো প্রথম সারিতে নাম আসে ‘দ্য কপিল শর্মা শো’। এই শোয়ে বিশেষ আকর্ষণই হলেন সঞ্চালক কপিল শর্মা। গত সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে দ্য কপিল শর্মা শোয়ের নতুন সিজন। শুরু থেকেই বিভিন্ন কারণে এই সিজন নিয়ে বিতর্ক তৈরি হয়, আসে বয়কটের ডাকও। তবে সমস্ত বিতর্ককে পাস কাটিয়ে নির্দিধায় চলছে এই শো, বেড়েছে সঞ্চালকের পারিশ্রমিকও।
কপিল শর্মা শোয়ে যেসব কলাকুশলী আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কপিলেরই। এমনকি অন্যদের তুলনায় তার পারিশ্রমিকের পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বেশি। জানা গেছে, এই সিজনে প্রতি পর্বের জন্য কপিল শর্মা পাবেন ১ কোটি রুপি করে। এর আগেও তার বিশাল অংকের পারিশ্রমিক শিরোনামে এসেছিল। তবে তা কখনোই ১ কোটির ঘর ছোঁয়নি।
এদিকে এবারের এই শো নিয়ে বিতর্ক চলে আসছে শুরু থেকেই। শোয়ের অন্যতম জনপ্রিয় কুশীলব ক্রুষ্ণা অভিষেক এরই মধ্যে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন। এ নিয়েই ক্ষুব্ধ দর্শকরা। এর আগে কপিলের সাথে বিবাদের জেরে শো ছেড়ে দিয়েছিলেন আরও এক জনপ্রিয় কমেডি অভিনেতা সুনীল গ্রোভার। ভারতী সিংও এখন শোয়ে বেশ অনিয়মিত।
কপিলের বিরুদ্ধে অভিযোগ আছে, শোয়ের কোনো চরিত্র তার চেয়েও বেশি জনপ্রিয় হয়ে যাক সেটি তিনি সহ্য করেন না। তাই যারাই তার সমান বা তার চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে, কপিল তখনই রাজনীতি করে তাকে সরিয়ে দেন। আর সর্বশেষ ক্রুষ্ণা অভিষেকের সরে যাওয়া নিয়ে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। তাই শোটিকে বয়কট করার ডাক দেয়া হয়।