ঢালিউড কিং শাকিব খান কেন্দ্র করে অপু বিশ্বাস ও বুবলীর দ্বন্ধের বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। এমনকি সেই দ্বন্দ্ব এখন ভার্চুয়াল যুদ্ধে রূপ নিয়েছে। একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের মন্তব্য করেন এই দুই নায়িকা। যদিও এইসব বিষয় নিয়ে শাকিব খান কোন ধরনের মন্তব্য করেন নি।
সম্প্রতি চিত্রনায়িকা বুবলীর জন্মদিন উপলক্ষে শাকিব খান তাকে ‘ডায়মন্ডের নাকফুল’ উপহার দেন বলে দাবি করেন। কিন্তু বিষয়টি মানতে নারাজ অপু বিশ্বাস! তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ লিংক প্রকাশ করেন। যেখানে শিরোনামে ছিল ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’। সাথে ক্যাপশনে কয়েকটি হাসির ইমোজি জুড়ে দিয়ে লিখেন, ‘কি মজা কি মজা’। বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন এই নায়িকা।
অপর দিকে পিছিয়ে নেই শাকিব খানের বর্তমান স্ত্রী চিত্রনায়িকা বুবলী। তিনি আকারে ইংগিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, একজন হঠাৎ করেই বলে উঠলো, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি।’
শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়েছিলো ২০০৮ সালে ১৮ এপ্রিল। তবে তারা দুজনেই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালের শেষ দিকে পুত্র আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টেলিভিশন লাইভে হাজির হন অপু। প্রকাশ্যে আনেন তার ও শাকিবের বিয়ে, দাম্পত্য ও সন্তান গ্রহণের বিস্তারিত তথ্য। এই ঘটনার কয়েক মাস পরই অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন শাকিব।
একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। শাকিবের সঙ্গে গোপনে তার বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। এরপর ২০২০ সালের ২১ মার্চ তিনি শাকিবপুত্রের মা হন, যার নাম রেখেছেন শেহজাদ খান বীর। ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী, তাকে অনুসরণ করে একই ছবি-পোস্ট শেয়ার দেন শাকিবও।