ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সেরা উপহার পেয়েছেন এবারের জন্মদিনে। তা-ও আবার স্বামী শাকিব খানের কাছ থেকে। হীরার একটি নাকফুল উপহার পাওয়ায় আবেগে চোখে জল এসে পড়ে এই অভিনেত্রীর।
২০ নভেম্বর (রোববার) ছিল শবনম বুবলীর জন্মদিন। জন্মদিনে শাকিব খান তাকে যে শুধু উপহার দিয়েছেন, এমনটা নয়। জন্মদিনের উইশের ক্ষেত্রেও সবার আগে এগিয়ে আছেন তিনি।
শবনম বুবলী জানান, জন্মদিনে শাকিব খান সবার আগে উইশ করেছেন তাকে। বুবলীর ভাষায়: ১৯ নভেম্বর রাতেই শাকিব খান আমায় উইশ করে। যদি কোনো কারণে কাজের চাপে ভুলে যায়, তাই আগেই জন্মদিনের উইশ করেন ঢালিউডের কিং খান।
হীরার নাকফুল বিষয়ে বুবলী জানান, উপহার বিষয়ে কিছুই জানতেন না তিনি। যখন উপহারটি খুলে দেখেন একটি হীরার নাকফুল, তখন চোখের জল আর ধরে রাখতে পারেননি।
বুবলী ভাষায়: ‘উপহারটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’