সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অনুষ্ঠানের বিচারক অভিনেতা মীর সাব্বির। ঠিক তখন পেছন থেকে তাকে ডেকে থামান উপস্থাপিকা ইসরাত পায়েল। ফিরে আসার পর পায়েল বলেন, ‘বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চাই।’
সে সময় মাইক্রোফোন হাতে নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার নাটকের সংলাপ মনে থাকে না।’ এরপর খানিকটা সময় নিয়ে এ অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক একটি মঞ্চে এসে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ। এই বিষয়ে তাকে ক্ষমা চাওয়া উচিত।’
সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে কমেন্ট বক্সে ওই উপস্থাপিকাকেই ধুয়ে দিচ্ছেন বেশিরভাগ নেটগেরিকরা। যাদের মধ্যে নারী নেটগেরিকরাও রয়েছেন।
এছাড়া এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। মীর সাব্বিরের পক্ষ নিয়ে ইসরাত পায়েলকে এক হাত নিয়েছেন তিনি।
সেই বিষয়টি নিয়ে এবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন উপস্থাপিকা পায়েল।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বলেন, “সেদিন মঞ্চে মীর সাব্বিরের ওই মন্তব্যের কারণে সাইবার বুলিং হচ্ছি। আমি সাইবার বুলিংয়ের শিকার।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি কিছুটা অসুস্থ। যে কারণে বিষয়টি নিয়ে বেশি কথা বলার পরিস্থিতিতে নেই। এছাড়া এ নিয়ে বেশি কথাও বাড়াতে চাচ্ছি না আর।”