Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীমনির সঙ্গে সংসার ভাঙার বিষয় এবার মুখ খুললেন রাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৬:০১ PM আপডেট: ১২ নভেম্বর ২০২২, ০৬:০১ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আছেন। সেটা হচ্ছে মিম ও স্বামী রাজের সম্পর্ক নিয়ে। এমনকি শরিফুল রাজের মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। এবার সে স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন পরীমনি স্বামী শরিফুল রাজ।

এ বিষয় গণমাধ্যমকে রাজ জানিয়েছেন, বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও সামনে এনেছেন পরীমনি। কিন্তু আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনল জানি না। আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে পরীর আনীত সব অভিযোগই মিথ্যা।

রাজ আরও বলেন, আমি আমার যেকোনো কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।

তিনি বলেন, পরী কেন ওইসব স্ট্যাটাস দিয়েছে তা পরীই বলতে পারবে। তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলব, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই।

সংসার ভাঙার বিষয় জানতে চাইলে রাজ বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে। আমার আর বলার কিছু নেই।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর গভীর রাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমনি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে। 

ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমনি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথাবার্তার স্ক্রিনশটাও ফাস করেন।

Bootstrap Image Preview