ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি ও মিমের দ্বন্দ্বে সিনেমাপাড়া ও সোশ্যাল মিডিয়ায় স্নায়ুযুদ্ধ বেশ জমে উঠেছে। মূলত ফেসবুকে দুই নায়িকার পাল্টাপাল্টি স্ট্যাটাসে তাদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে।
মূলত স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের টানাপোড়েন। পরীমনির মতে রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টার পর মিম ও রাজকে নিয়ে আবারও নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।
ফেসবুক পোস্টে পরীমনি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।
তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’
মিমকে উদ্দেশ করে পরীমনি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
তিনি আরও লেখেন, ‘আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’
চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরীফুল রাজের দাম্পত্য জীবনে অশান্তি চলছে—এমন একটি ধারণা করা হচ্ছে ৯ নভেম্বর মধ্যরাতে পরীমনির ফেসবুক পোস্ট দেখে। পরী নায়িকা মিমের দিকে সরাসরি অভিযোগ তুলেছেন। মিমকে ট্যাগ করে পরী লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।
আর তাতে সহযোগিতা করছেন ‘পরাণ’-‘দামাল’ নির্মাতা রায়হান রাফি। তাইতো মিম যখন বাসায় স্বামী সনি পোদ্দারকে নিয়ে জন্মদিনের কেক কেটে উৎসব করছিলেন, তখন পরী এক বিস্ফোরক ফেসবুক পোস্ট দেন। যেখানে মিমকে ছাড়াও পরী মেনশন করেন স্বামী রাজ ও নির্মাতা রায়হান রাফিকে। স্বামী রাজকে ট্যাগ করে পরীমনি লিখেছেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। ’ রাফিকে ট্যাগ করে পরী লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’
কিছুদিন আগেও এক ফেসবুক পোস্টে রাজ এবং মিমকে ইঙ্গিত করে অভিযোগ তুলেছিলেন পরী। পরীর ওই ফেসবুক পোস্টের পর গুঞ্জন ছড়িয়েছিল রাজ-মিম প্রেম করছেন, যেটা পরী মানতে পারছেন না। বিষয়টি জানতে পরীমনির সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে তিনি জানান, ঠাণ্ডাজ্বরে আক্রান্ত হয়ে গলা বসে গেছে। কথা বলতে পারছেন না এই মুহূর্তে।
পরীর এমন পোস্টের কারণে মিম নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, ক্যারিয়ারের ঠিক যে সময়ে তুঙ্গে অবস্থান করছেন, একটি পক্ষ তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে, তাঁকে থামিয়ে দিতে তাঁর নাম জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। মামলা করবেন উল্লেখ করে মিম গতকাল দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাঁদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারো কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। ’
মিম লেখেন, “পরপর ‘পরাণ’ ও ‘দামাল’ ছবির সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ”
যেসব খবর ছড়াচ্ছে, সেসব প্রমাণ ছাড়াই ছড়ানো হচ্ছে উল্লেখ করে লাক্স তারকা আরো লেখেন, ‘শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন—এখন যে বা যাঁরা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছেন, তাঁদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। ’