আজ শুক্রবার বিকেলে রীপা বললেন, “আমার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ করতে যাচ্ছে। আর শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্সপ্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা সুপারস্টার শাকিব খানের সঙ্গেই নিয়েছি। ‘শের খান’ মুক্তির আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি মুক্তি পাবে। ”
রাজ রীপা বলেন, ‘এই সিনেমার জন্য কঠোর পরিশ্রম করেছি।আমার লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাগলের মতো দৌড়েছি শুধু সিনেমাটার একটি চরিত্র হয়ে ওঠার জন্য। ফাইনালি সিনেমাটা মুক্তির দিকে এগোচ্ছে। এই সিনেমায় আমার সিক্সপ্যাক দেখা যাবে। ’আপনার সিক্সপ্যাক দেখা যাবে? মানে আপনি তাহলে জিমে বেশ সময় দিচ্ছেন? প্রশ্নের জবাবে রীপা বলেন, ‘না, আমার অলরেডি সিক্সপ্যাক আছে। কেন, আমার সোশ্যাল হ্যান্ডেল দেখলেই তো বোঝা যাবে। আমি সিক্সপ্যাক করেছি। এটা স্ক্রিনে আসবে শাকিব ভাইয়ের আগে, আমি সেটাই বলতে চেয়েছি। মানে চ্যালেঞ্জটা শাকিব ভাইয়ের সঙ্গে। ’
সিনেমার কাহিনি নিয়ে কথা বলতে গিয়ে রীপা বলেন, “এটি একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। আমাদের প্রচলিত সমাজে নারীরা প্রতি ধাপে বিপদের মুখে পড়ে। পাড়া-প্রতিবেশী, সমাজের মানুষজন, পরিবার―প্রায় সমাজের প্রতিটি সেক্টরে নানা সীমাবদ্ধতা। কোনো একটা কাজ শিখতে গেলে বাধা দেয়। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে, কী ঘটতে পারে ‘মুক্তি’ সিনেমাতে উঠে এসেছে। ”
অভিনেত্রী বলেন, ‘নোয়াখালীর প্রত্যন্ত গ্রামের একটি মেয়ের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু মেয়েদের সমস্যা মফস্বল অঞ্চলেই বেশি হয় এ জন্য নির্মাতা নিয়েই এই সিনেমা তৈরি করছেন। আর এই সিনেমার সেই মেয়েটি যেভাবে তৈরি হয়ে যায়, সেটা হতেই আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। ’‘মুক্তি’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। নারীকেন্দ্রিক এই চলচ্চিত্রে বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন।