Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিলয়ের প্রেমের টানে স্পেনের তরুণী বাংলাদেশে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০৩:৩৬ PM আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


কিছুদিন ধরেই দেশে একের পর এক শোনা যাচ্ছে, প্রেমের টানে বাংলাদেশে চলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেমিকা, চলে আসছেন প্রেমিকও। এবার এমনই ঘটনার ওপর নির্মিত হলো নাটক। নাটকের নাম ‘প্রেমের টানে প্রেমিকা দেশে’।   অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব।

এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, আজান, আফি প্রমুখ।

রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ব্যাধি তাকে ব্যঙ্গ করেই নির্মিত হয়েছে এ নাটক। সামাজিক যোগাযোগের ইতিবাচক-নেতিবাচক যে দিক রয়েছে, তারই একটি অংশ নাটকের গল্পে উঠে এসেছে।

নাটকের গল্পে দেখা যায়, নিলয় এবং হিমির কোনো কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যায় । কিন্তু নিলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি আঁটে।  

সে অনুযায়ী, স্পেনীয় এক মেয়েকে নিয়ে ঢোকে হিমিদের বাড়িতে। সেখানে গিয়ে হিমির বাবা-মাকে বলে এই মেয়েটির নাম ওটিলা। সে আপনার ছেলের হবু বউ, সুদূর স্পেন থেকে আপনার ছেলের প্রেমের টানে ছুটে এসেছে। অথচ ছেলে বেচারা এর কিছুই জানে না। শুরু হয় নানা জটিলতা।  

এদিকে, স্পেনীয় মেয়ের সঙ্গে ছেলের বিয়ের আয়োজন করেন বাবা-মা। মেয়ে তো বিয়ে করতে নারাজ। নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।  

বৈশাখী টেলিভিশনে এ নাটক প্রচার হবে বৃহস্পতিবার রাত ১০টায়।

Bootstrap Image Preview