Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালিকা করা হচ্ছে, শাকিব খানের হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৭ PM আপডেট: ১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শাকিব খান বিতর্ক যেন কমছেই না! অপু বিশ্বাস, শবনম বুবলীর পর নাম জড়িয়েছে পূজা চেরির। বিষয়গুলো নিয়ে বিরক্ত পূজা চেরি ও শাকিব খান। দুদিন আগে একটি স্ট্যাটাসে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন পূজা। এরপর ‘পূর্নিয়ার খোঁজ’ পেজ থেকে ‘২২ সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান’-এমন খবর প্রকাশ করা হয়।

এবার খবরগুলো মিথ্যা দাবি করে শাকিব জানালেন, যারা তাকে নিয়ে মিথ্যাচার করছেন তাদের নামের তালিকা করে আইনের আশ্রয় নেবেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

শাকিব খান লিখেছেন, ‘এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’

সর্বশেষ শাকিব লিখেছেন, ‘যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

Bootstrap Image Preview