Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের ৪ বছর পর স্বামীকে ‘চিনে না’ নাবিলা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০২:০৯ AM আপডেট: ১৩ অক্টোবর ২০২২, ০২:০৯ AM

bdmorning Image Preview


অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা চার বছরের সংসার। দাম্পত্যজীবনে আছে এক কন্যাও। স্বামীর সঙ্গে বিচ্ছেদের কোনো গুঞ্জন শোনা যায়নি। নিজেও ঘোষণা দেননি কখনো। কিন্তু সম্প্রতি স্বামী রিমকে বলতে শোনা গেল ‘আমি তোমাকে চিনি না। ’ 

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্বামী রিমকে উদ্দেশ করে এ কথা বলতে শোনা যায় নাবিলাকে। কী এমন হলো যে স্বামীকে চিনছেনই না নাবিলা!

স্বামীকে উদ্দেশ করে নাবিলা বলেন, ‘আমি আর আগের মতো নেই। আমি তোমাকে চিনি না। ’

ভিডিওটিতে নাবিলার কথা শুনে রিমকে বেশ হতবাক অবস্থায় দেখা যায়।   ভিডিওটি দেখে নেটিজেনরাও বেশ অবাক হয়েছেন। নাবিলা ও তার স্বামীর আলোচিত এ ভিডিওটি এরই মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

২০১৮ সালের ২৬ এপ্রিল বিয়ে করেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। পূর্বপরিচিত ব্যাংকার জোবাইদুল হক রিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অনুষ্ঠানে ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধুসহ ঢালিপাড়ার অনেকে।

গত বছরের ১ জুলাই এক কন্যাসন্তানের মা হন নাবিলা।

Bootstrap Image Preview