ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি তাদের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলের মাঝখানে একটি কেক রাখা। পাশেই জ্বলছে মোমবাতি। এই উদযাপনের কারণ জানতে চাইলে দীঘি বলেন, তারা বিবাহবার্ষিকীর কেক কাটছেন।
দীঘির এমন জবাবে নেটিজেনদের অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কেউ কেউ ভাবতে পারেন, গোপনে বিয়ে করেছেন ইয়াশ-দীঘি। তবে বাস্তবে এমনটা ঘটেনি।
বিষয়টি খোলাসা করে কোরিওগ্রাফার গৌতম সাহা জানান, একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফটোশুটের জন্যই এ আয়োজন। রোববার (৯ অক্টোবর) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ফটোশুটে অংশ নেন তারা।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘ন্যাচার কেয়ারের বেশ কিছু প্রসাধনীর ফটোশুট করেছি। আমি নিজেও তাদের প্রোডাক্ট ব্যবহার করছি। ভালো লাগছে। ইয়াশের সঙ্গে প্রথমবার ফটোশুট করলাম। আশা করছি, সামনেও বেশ কিছু কাজ আমরা একসঙ্গে করবো।’