Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগের সংসার ভাঙার কারণ জানালেন ন্যান্সি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৩ PM আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচিত এই কণ্ঠশিল্পী। এখন পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। গত বছর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী। 

সংসার জীবনের টানাপড়েন নিয়ে নানা সময় নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন ন্যান্সি। বিশেষ করে মেহেদীর সঙ্গে বিয়ের পর ‘নোংরা’ মন্তব্যের শিকার হন। প্রশ্ন উঠে বার বার কেন সংসার ভাঙছে ন্যান্সির। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি তিনি। 

ফেসবুক লাইভে এসে ন্যান্সি বলেন, ‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন—এমনটা অনেকে ভাবছেন! তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন।’

ন্যান্সির বর্তমান স্বামীর বয়স নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন ন্যনসি। এই বিষয়ে তিনি বলেন, ‘মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।’

বর্তমানে ভাল আছেন জানিয়ে ন্যনসি বলেন, বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।’

তিনি আরও বলেন, আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না। কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।

Bootstrap Image Preview