অভিনেত্রী শ্রাবন্তীর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই পরতে হয় তোপের মুখে। তিনি বেশি সমালোচিত হচ্ছেন তাঁর তৃতীয় বিয়ে নিয়ে।
সম্প্রতি স্বামী রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর মনোমালিন্যের কারণে দুজন আলাদা বাসায় থাকছেন বলে ভারতের একাধিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।
শ্রাবন্তী জানান, ‘এসব নিয়ে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে।’
সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি।
শ্রাবন্তী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে। এরা তো কাউকে ছাড়ে না! যাদের কাজ নেই তারা পড়ছে এসব গসিপ। দেখুন, এই সময় কেউ এ ধরনের খবর করে যদি পয়সা পায় পাক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলব না। প্লিজ! জানতে চাইবেন না!’
সমালোচকদের উদ্দেশে এ নায়িকা বলেন, ‘যখন গুছিয়ে সংসার করার কথা তখন সংসার করেছি, আবার যখন কাজ করার কথা, তখন কাজ করেছি। তাই এই বিষয়ে আমার কিছু বলার নেই, সব কিছুই সব সময় ঠিক যায়না।’
এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নেমেছেন এই নায়িকা। একটি জিম খুলেছেন তিনি।
নতুন খবর হলো এই শ্রাবন্তী আরেক জনপ্রিয় নায়ক সোহমের সঙ্গে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন। তারা দুজনে একসঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন। এবার ওয়েব সিরিজে জুটি বেঁধে আসছেন সোহম-শ্রাবন্তী।
‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ 'দুজনে'তে দেখা যাবে দুই জনপ্রিয় তারকাকে।